Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী
ইউনিয়ন পরিষদের কার্যাবলী ১।আইন-শৃংখলা রক্ষাসহ এ কাজে প্রশাসনকে সহায়তা করা। ২।অপরাধ,বিশৃংখলা ও চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা করা। ৩।জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বৃক্ষরোপণ,মতস্য,পশুসম্পদ,শিক্ষা, স্বাস্থা,কুটিরশিল্প,যোগাযোগ,সেচ,বন্যা নিয়ত্রন ইত্যাদি ক্ষেত্রে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা। ৪।পরিবার পরিকল্পনা কার্যক্রম প্রসার ঘটানো। ৫।স্থানীয় সম্পদের উন্নয়ন এবং এর যথাযথ ব্যবহার করা। ৬।রাস্তা,সেতু,বাধ, খাল,টেলিফোনও বৈদ্যুতিক লাইন এবং অন্যান্য সরকারী সম্পদের রক্ষানাবেক্ষন করা। ৭।ইউনিয়ন পর্যায়ের সকল সংস্থা/প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা এবং এ বিষয়ে উপজেলা প্রশাসনকে সুপারিশ করা। ৮।স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপনের জন্য জনগণকে উদ্ধদকরণ ও তদারকি করা। ৯। জন্ম,মৃত্যূ,অদ্ধ,ভিক্ষুক নিবদ্ধন করা। ১০।সকল প্রকার শুমারী পরিচালনা করা।